জাতীয়

অর্থ উপদেষ্টার সঙ্গে ‘আলোচনা ফলপ্রসূ হয়নি-এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’

  প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৩:১৮:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ,পরামর্শ এবং মতামত গুরুত্বসহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে বিবেচনা করা হবে মর্মে অর্থ উপদেষ্টা মহোদয় আশ্বাস প্রদান করেন।’

তবে ওই রাতেই এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক বিবৃতিতে জানায়,উপদেষ্টার সঙ্গে ‘আলোচনা ফলপ্রসূ হয়নি’।

আজ বুধবার (২১ মে) তারা ঘোষণা দেন,কর্মবিরতি আরও জোরদার করা হবে এবং অসহযোগ আন্দোলন চলবে পুরোদমে।এর ফলে আগামী কয়েকদিনে দেশের রাজস্ব খাতে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফোনে বা হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার কোনো জবাব পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content