প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকাল ৭টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তর সিটি করপোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।