সারাদেশ

ময়মনসিংহে ২৫ টি হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলো পুলিশ সুপার

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৩:২০:০৫ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।ময়মনসিংহে ২৫ টি হারিয়ে যাওয়া কোতোয়ালী পুলিশের ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার(এসপি) মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) উদ্ধার করা মোবাইল বিতরন করলেন।

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ নবাগত পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর আগমণ উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এএসআই. আমির হামজা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া।

প্রথমেই সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। গ্রাহকরা এসব মোবাইল পেয়ে আনন্দিত ও কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেনসহ কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content