অপরাধ-আইন-আদালত

ম্যাজিস্ট্রেটের গাড়িকে জরিমানা করল আরেক ম্যাজিস্ট্রেট

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৫:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর সচিবালয় এলাকায় হর্ন বাজানোর কারণে বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এতে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রাইভেটকারকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে অভিযানে থাকা কর্মকর্তা বলছেন, মানবিক দিক বিবেচনায় ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িকে করা হয়েছে কম জরিমানা।এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম জাগো নিউজকে বলেন, অপরাধী অপরাধীই। সরকারি গাড়িকে জরিমানা করা যাবে না, এ ধরনের কোনো আইন নেই। যদি আইনে জরিমানার বিধান না থাকতো তাহলে আমরা জরিমানা করতামই না। আইনের বিধান সবার জন্য সমান।

আরও খবর

Sponsered content