প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ৪:৫১:৫২ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-পেশাজীবী ও নাগরিকদের সম্মানে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকালে পাতারহাট থানা আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মিলাদের কার্যক্রম শুরু হয় ।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান’র সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির অন্যতম সদস্য শাহে আলম মুরাদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুনসুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড কায়ুম খান কায়সার, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা লিয়াকত আলী, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টেনু, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, কাজীরহাট থানা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান মিয়াসহ উপজেলা আ’লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি এবং নাগরিকরা উপস্থিত ছিলেন।
বর্তমান সাংসদ পংকজ নাথ’র রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডের পতনের পর এই প্রথম আ’লীগের বৃহৎ অংশের বড়সড় আকারে ইফতার মাহফিলের আয়োজন। একই দিনে উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানেও উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উত্তর ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, দক্ষিণ উলানিয়া ইউপি চেয়ারম্যান মিলন চৌধুরী ও আ’লীগ নেতা আবুল কাশেম বাবুল স্যার।