প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:০৩:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-চলতি বছর থেকে শুরু হওয়া মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে হলে অবশ্যই যেসব ডকুমেন্ট প্রয়োজন পড়বে-
১. অরিজিনাল পাসপোর্ট
২. মালয়েশিয়ান সাইজ (35X50) সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্ট ছবি (এই ছবি সাথে সাথে ডেলিভারি দেয় না যত আগে তুলে রাখতে পারেন। অন্য ছবি হবে না)।
৩. করোনা সার্টিফিকেট
৪. BMET রেজিস্ট্রেশন পেপার। (না বুঝলে ইউটিউবে রেজিস্ট্রেশন করার ভিডিও দেখুন)
৫. একজন গার্জিয়ানের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
যত দ্রুত সম্ভব এগুলো প্রস্তুত করে রাখবেন।
কারণ আপনাকে যে বিদেশে নিবে সে হয়তো ভালো একটা কোম্পানি পেতে পারে ভালো কোম্পানিগুলো বেশিক্ষণ থাকে না। ভালো কোম্পানির তথ্য দেওয়ার সাথে সাথে যেন আপনি পাসপোর্ট জমা দিতে পারেন সেজন্য আপনার এগুলো রেডি করে রাখা উচিত।