প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৫:১৯:৪২ প্রিন্ট সংস্করণ
যশোর জেলা প্রতিনিধি:-যশোরের বাঘারপাড়া উপজেলার আদমপুরে শাওন (২৫), নামে এক মাদক ব্যবসায়ী ২৬৫ পিস ইয়াবাসহ আটক হয়েছে।
বৃহস্পতিবার বিকাল চারটার দিকে যশোর র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে ঐ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটক শাওন ঝিকরগাছা কাউরিয়া এলাকার নুর ইসলাম বাবুর ছেলে। যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ইয়াবাসহ আটক শাওন যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাওন যশোর নড়াইল সড়কের আদমপুর নামক স্থানে মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।
এ সময়ে বিকাল ৪ টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহের তল্লাশি করে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।