প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি।।ফুলবাড়ীর পল্লীতে মাদ্রাসার শিক্ষক এর মারপিটে ছাত্র আহত হয়েছে। দিনাজপুরর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে মতিন মাজেদ দারুস মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র মোঃ সিয়াম বাবু (১২) কে মাদ্রাসার শিক্ষক মাওলানা রাকিব হাসান বেদম মারপিট করে মারাত্বকভাব আহত করেন।
রোববার ( ১১ সেপ্টেম্বর) মাদ্রাসায় ছাত্র সিয়াম বাবু পড়া অবস্থায় তাকে মারপিট করেন শিক্ষক মোঃ রাকিব হাসান। এতে বাবু অসুস্থ হয়ে পড়লে তার পিতা সাহেব আলী খবর পেয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
বর্তমানে সিয়াম সিয়াম চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় ওই শিক্ষক রাকিব হাসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় সিয়াম বাবুর পিতা সাহেব আলী ঐ মাদ্রাসার সহকারী মাওলানা রাকিব হাসন এর বিরুদ্ধ ফুলবাড়ী থানায় অভিযাগ দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার চান।