প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক রিপোর্ট:-বাঙালি অনেক অভিনেত্রী আছেন যারা কাজের সূত্রে মুম্বাইতে পাড়ি দিয়েছেন। তার মধ্যে একজন হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জী। ৩৫ বছরের এই অভিনেত্রী
অভিনেত্রীকে মাঝে মধ্যেই দেখা যায় মুম্বাইয়ের খোলা রাস্তায়। এবারও তাকে এই তীব্র গরমের মাঝে ব্যাপক উষ্ণতা চড়াতে দেখা গেল নেট পাড়ার। তিনি নিজেই একটি ইনস্টাগ্রাম রিল আপলোড করেছেন যেখানে দেখা গেল সাদা রঙের স্লীভলেস স্প্যাগেটি টপ ও
নীল,সবুজ,কালো ও ব্রাউন রং মেশানো প্রিন্টেড প্লাজো প্যান্ট পরে মুম্বাইয়ের রাস্তায় হাঁটছেন। সাথেই নিয়েছেন মানান সই ব্রাউন রঙের স্টিলেটো, চোখে মিরর সানগ্লাস। খোলা চুল ও হালকা মেকআপ লুকে অনায়েসেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই কাজ করেছেন ইতিমধ্যে। তবে ২০১১ সালে তেলেগু সিনেমা ‘Veedu Theda’র মধ্যে দিয়ে ডেবিউ করেন পূজা। এখন তিনি কাজ ও সংসার দুটোই সমান তালে সামলাচ্ছেন।
ভিডিওতে তাকে প্রথমে তাকে সাদা মাটা কাপড়ে বসে থাকতে দেখা গেছে একটি সোফার উপরে। এর পরেই সে এই বোল্ড লুকে মুম্বাইয়ের রাস্তায় হাটতে দেখা গেল। ভিডিওটি ১.৩ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে সাথেই আছে দেড় লক্ষের বেশি লাইক।
তবে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে পূজা ব্যানার্জীর নতুন কোনো অভিনয়ের বিষয়ে জানা যাচ্ছে না। তবে স্বামী কুনাল ভার্মা ও ছেলে কৃশিবকে নিয়ে দারুন পারিবরিক সময় কাটাচ্ছেন তিনি