প্রতিনিধি ৪ আগস্ট ২০২২ , ১২:২৬:২৮ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি।।ভোলায় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলাকালে গত রোববার (৩১ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম নিহতের ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহত রহিমের স্ত্রী খাদিজা বেগম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ।
যদিও এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে ভোলা সদর থানায় দুটি মামলা করেছে। দুটি মামলায় ৭৫ ও অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন।
একটি মামলায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম ও অপর মামলায় পথচারী হত্যার বিষয়টি উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিক্ষোভ-সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম।