জাতীয়

দুর্গাপূজায় দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৬:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন দুর্গাপূজায় দেশের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সব মণ্ডপে র‍্যাব-পুলিশ, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং আনসার বাহিনীর সদস্যরা থাকবেন।

আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সারা দেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা হবে। গত বছরের চেয়ে এবার এক হাজারের বেশি মণ্ডপে পূজা উদ্‌যাপিত হবে। পূজাকে কেন্দ্র করে গুজব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো সমস্যা হলে ৯৯৯–এ কল দেওয়া যাবে।

আসাদুজ্জামান খান বলেন, আজান ও নামাজের সময় শব্দের ব্যবহার সহনীয় থাকবে।

আরও খবর

Sponsered content