প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৬:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।।দু্মকি থানার এ এস আই দিপক কুমার সংগীয় ফোর্স সহ ইং ৩০/৮/২০২২ রাতে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের সহায়তায় গলাচিপা হইতে তাকে গ্রেফতার করেন।
জানা যায় আসামি জাহিদ হাসান বাবু দুমকি ও বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে চেক দিয়ে টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেন না।
পরে ভুক্তভোগী লোকজন তাহার নিকট টাকা চাইলে না দিয়ে ঘুরাইতে থাকে এবং এক সময় আত্নোগোপন করে।
এভাবে দায়রা ৫৩৮/২০,এস সি ২৮৯/২০,এস সি ৯৫/১৯ নং মামলায় মোট ৩ টি সাজা পরোয়ানা মুলতবি থাকে। উক্ত পরোয়ানা মুলে আসামি মো জাহিদ হাসান @ বাবু, পিতা মৃত- জাকির হোসেন তালুকদার, সাং- রুপশিয়া, থানা- দুমকি জেলা- পটুয়াখালী কে গ্রেফতার করা হইয়াছে।
তাহাকে অদ্য ৩০/৮/২০২২ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।