বিনোদন

দীর্ঘ ১৩ বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তানভীর সুইটি

  প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ৯:১২:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-দর্শকপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। টেলিভিশনের পাশাপাশি মঞ্চেও রয়েছে তার সাফল্য গাঁথা। ১৯৯৫ সাল থেকে থিয়েটার নাট্যদলের সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ ১৩ বছর পর থিয়েটারের মাধ্যমেই মঞ্চে ফিরছেন এ অভিনেত্রী।

আগামী ১ জুলাই ‘পোহালে শর্বরী’ নাটকের শীলবতি চরিত্রে নতুনরূপে মঞ্চে হাজির হবেন সুইটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘পোহালে শর্বরী’র দুটি প্রদর্শনী হবে।

তানভীন সুইটি গণমাধ্যমকে বলেন, ‘আমার সবচেয়ে ভালোলাগার জায়গা হচ্ছে মঞ্চ। নতুন নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘করোনাকালীন সময়ে নাটকটির অনুশীলন করেছি। কতটুকু করতে পেরেছি সেটা জানতে, সরাসরি দর্শকের মন্তব্যের অপেক্ষায় আছি।’

প্রসঙ্গত, ‘গুলশান অ্যাভিনিউ ২’ নামের একটি টিভি ধারাবাহিকে অভিনয় করছেন সুইটি। এ ছাড়াও ‘মাইক’ নামের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।

আরও খবর

Sponsered content