প্রতিনিধি ২২ জুন ২০২২ , ১০:৩৪:৫৬ প্রিন্ট সংস্করণ
তারাগঞ্জ প্রতিনিধি:-তারাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রাণি সম্পদ কর্মকর্তা একেএম ফরহাদ নোমান, সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হক, নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুন নাহারসহ উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তা ও শিক্ষক প্রমুখ।