জাতীয়

ডাকের দিন শেষ হয়নি, আরও বাড়ছে’

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ১০:০১:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।। চিঠিপত্রের যুগ শেষ হওয়ায় দুর্দশাগ্রস্ত ডাক সার্ভিসকে ভাল অবস্থানে নিয়ে যাওয়া ছিলো বড় চ্যালেঞ্জ।

ইতোমধ্যে সেটা পেরেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গাজীপুর জেলা সদরে নির্মাণাধীন প্রধান ডাকঘরের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে।

কিন্তু ডাকের দিন শেষ হয়নি, আরও বাড়ছে। ডিজিটাল বাণিজ্যের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ডাকঘর ডিজিটাল করা অপরিহার্য। তিনি আরও বলেন, দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্যকোনো প্রতিষ্ঠানের নেই।

ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান ও হিমায়িত খাদ্য পরিবহণে ট্রেনে চিলিং বগি চালু করা হবে।

এসময় পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহমেদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিন ও ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content