সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী- স্ত্রীর আ’ত্ম’হত্যা’র চেষ্টা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ১২:১২:১৯ প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০) বিষ পান করে এলাকায় ত্যাস সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেছে । ভর্তির পর স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন রয়েছে।

ঘটনাটি ঘটেছে (৭সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে।

স্থানীয়রা ও প্রতিবেশি সাজ্জাদ হোসেন জানান, গত ১ বছর আগের প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়েটি রিয়ার পরিবার ভালো ভাবে মেনে নেয়নি।

এই ঘটনাকে পুজি করে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল।

এছাড়াও সংসারে অভাব সহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে।এ সময় স্বামী স্ত্রীর চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর

Sponsered content