অপরাধ-আইন-আদালত

ঝালকাঠিতে ধর্ষনের অভিযোগে মামলা গ্রেফতার- ৪

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৯:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে নাবালিকা মেয়েকে ধর্ষন ও ধর্ষনের সহায়তার অভিযোগে ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, অভিযুক্তরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মোতালেব সিকদারের ছেলে মোঃ মোজাফফর সিকদার(৪৮) একই থানার মতিউর রহমানের ছেলে মোঃ আরিফ হোসেন(৩০) মোসাঃ শাহিদা বেগম(৪৫) স্বামী মোঃ লিটন হাওলাদার, মোসাঃ আসমা বেগম(৪২) স্বামী মোঃ লিটন হাওলাদার ও নলছিটি উপজেলার দপদপিয়া নিবাসী বেলাল হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(৩৫)।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রাম নিবাসী শাহিদা বেগমের সাথে ঢাকায় থাকাকালীন সময়ে ঐ বালিকার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে উঠে তারই সুবাধে বিগত ২৯ আগস্ট শাহিদার বাসায় সে বেড়াতে আসে।

উল্লেখ্য মেয়েটির বাড়ী ঢাকার কেরানিগঞ্জে বলে সে জানিয়েছে। সেইদিন বিকেলে উল্লেখিত আসামীগন তাকে অনৈতিক সম্পর্কের জন্য টাকার প্রলোভন দেখাতে থাকে তাতে সে রাজি না হলে এক পর্যায়ে তাকে জোর করে পালাক্রমে ধর্ষন করে।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মেয়েটিকে মূলত অণৈতিক কাজের জন্যই এখানে নিয়ে আসা হয়েছে এখন তাদের ভিতর আর্থিক বনিবনা না হওয়ায় ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, উক্ত ঘটনায় ৫জনকে আসামী করে মামলা করা হয়েছে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে আর বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content