বিনোদন

ভালোবাসতে তো দোষের কিছু নেই-মীম

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৭:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়,এটা ধ্রুব সত্য।কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন;একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন।ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’।এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প,যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের গল্প…২০২২ সাল হলো মিমের জীবনের সবচেয়ে স্মরণীয় বছর।কারণ, বছরটা তিনি শুরু করেছিলেন বিয়ের মাধ্যমে।৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে জমকালো আয়োজনে ঘর বাঁধেন।এরপর একই বছরে তার দুটি সিনেমা(পরাণ ও দামাল) তুমুল জনপ্রিয়তা পেয়েছে।ফলে ঢাকাই সিনেমায় তাকে এখন নির্দ্বিধায় শীর্ষ নায়িকা মানছেন সকলে।

মিম জানালেন,পাক্কা সাত বছর প্রেমের পর সনির গলায় মালা পরিয়েছেন তিনি।তাই প্রেমের বিয়েকেই তার কাছে সুবিধাজনক,শ্রেয় মনে হয়।মিম বলেন, ‘যেহেতু আমি অ্যারেঞ্জ ম্যারেজ করিনি,তাই এটা সম্পর্কে খুব বেশি বলতে পারবো না।তবে অ্যারেঞ্জ বিয়ে আমার কাছে একটু অদ্ভুত লাগে।একটা অপরিচিত মানুষের সঙ্গে বিয়ে যায়!এতে এডজাস্ট হতে সময় লাগে।’

মিমের তারকা জীবন, ব্যতিক্রম ব্যস্ততা এসব কীভাবে মানিয়ে নেন সনি?কিংবা মিমের দিক থেকে বিষয়টা কেমন? অভিনেত্রীর জবাব,‘দুজনের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে ভিন্ন পেশা হলেই ভালো।দুজন দুজনকে বোঝে, ব্যস্ততার ধরনও ভিন্ন থাকে।আমরা একে-অপরের ব্যস্ততা বুঝেই সংসার মেন্টেইন করি।যেমন,ও শুক্রবার বাসায় থাকে, আমিও চেষ্টা করি সেদিন শুটিং না রাখতে।এভাবেই মিলিয়ে নেওয়া হয় আরকি।’

শুধু ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে নয়,সনিকে প্রতিদিনই মনের কথা,ভালোবাসার কথা বলেন মিম।তার ভাষ্য,আমার কাছে ভালোবাসা দিবস আলাদা করে কিছু না।আমি মনে করি, প্রতিদিনই বিশেষ দিন।একটা দিন জীবন থেকে যাওয়া মানেই কিন্তু চিরদিনের জন্য চলে যাওয়া।তাই সব দিনকেই ভালোভাবে কাটানো,উদযাপন করা উচিত।ভালোবাসা দিবস বলে বলবো এমন নয়,প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি।ভালোবাসি অনেক;এটাই সবচেয়ে বড় কথা।’

প্রসঙ্গত,গেলো ৪ জানুয়ারি মিম ও সনির বিয়ের এক বছর পূর্ণ হয়।মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাই গিয়ে দিনটি উদযাপন করে এসেছেন তারা।

আরও খবর

Sponsered content