প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:০৩:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।চার ছেলে-মেয়ে থেকেও বাবা আবুল হায়াত বিশাল বাড়িতে বড্ড একা জীবন যাপন করেন। পথ চেয়ে বসে থাকেন সন্তানদের, তারা খুব প্রায়শই ঘুরতে আসে গ্রামের বাড়ি ‘উৎসব’ এ।শহুরে জীবন থেকে ছেলে-মেয়েদের ফিরিয়ে গ্রামে আনতে প্রচেষ্টা চালান তিনি। একজন বাবার এই সংগ্রামী স্বভাবকে ফুটিয়ে তুলবেন আবুল হায়াত ‘উৎসব’ নাটকের গল্পে। চার ছেলে-মেয়ের এই কাহিনী নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক নাটক ‘উৎসব।’
অনন্য নান্দনিক এক গ্রাম, উৎসব! গ্রামের মধ্যে আধুনিক দোতলা বাড়ি তৈরি করে থাকেন গাজী আলতাফ ওরফে আবুল হায়াত। সন্তানের থাকে না আছে সময় পেলে একনজর দেখতে আসে শুধু। এভাবেই নাটকের পটভূমি রচিত হয়েছে।
ধারাবাহিক নাটকের কাহিনী ধীরে ধীরে মোড় নিবে। ছেলেমেয়েরা আবার তার কাছে ফিরে আসবে এ আশা ছেড়ে দিয়েছেন বাবা আবুল হায়াত। তাই বুদ্ধি বাতলে তিনি সিদ্ধান্ত নেন সমস্ত সম্পত্তি দান করে দেবেন। কয়েক কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে ছেলেমেয়েদের মনে যখন এমন উদ্বেগ, আবুল হায়াত শর্ত দেন, পৈতৃক সম্পত্তি পেতে গেলে শহর ছেড়ে গ্রামে এসে থাকতে হবে।
গোলাম মুক্তাদিরের পরিচালনায় মাসুম শাহরিয়ার গল্পে নাটক ‘উৎসব’ দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হবে। আবুল হায়াত ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকী, জেনি, নাদিয়া, আজমেরী আশা, রাজিব সালেহীন, হিমে হাফিজ প্রমুখ।