জাতীয়

গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৯:৪২:৩৩ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) প্রকাশনা ‘এমপাওয়ারিং বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এসময় জ্বালানি তেলের দামের বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন,আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতির দিকে থাকে,তাহলে দেশের বাজারেও সমন্বয় হবে।জ্বালানি খাতে ডলার সংকট কাটিয়ে উঠা হচ্ছে বলেও জানান তিনি।

জ্বালানির দামের ওপরই বিদ্যুতের দাম নির্ভর করে জানিয়ে তিনি আরও বলেন,এ দাম অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর।কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা পৃথিবীতেই অস্থিরতা তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে, ততক্ষণ বিদ্যুতের দামের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।তবে নিম্ন আয়ের মানুষের ওপর যাতে অভিঘাত না হয়,সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।বাজেটেও ভর্তুকি দেওয়া হচ্ছে।’

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares