প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৩:১৮:৪১ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি।মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানার সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকায় তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে নতুন কোনো জঙ্গির সন্ধান না পেলেও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ রাউন্ড গুলি, ৫-৬ কেজি গান পাউডার,টর্চ লাইট,সিরিঞ্জ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে গ্রেপ্তার জঙ্গিদের নিয়ে অভিযান শুরু করে সিসিটিসি দল।অভিযানে নেতৃত্ব দেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
এদিকে সোমবার ভোরে সারেরগজ ‘কালাপাহাড়’ থেকে বাইনগড়া জঙ্গল দিয়ে ১৭ জন জঙ্গি কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজারে পৌঁছে মৌলভীবাজার যাওয়ার জন্য। তখন স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়।পরে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।তার আগে গত শনিবার টাট্টিউড়া গ্রাম থেকে ১০ নারী পুরুষ জঙ্গি ও ৩ শিশু আটক করা হয়।
সিটিটিসি জানায়, পর পর দুবার জঙ্গি ধরা পড়ার পর তাদের সন্দেহ হয় সেখানে আরও জঙ্গি ও গোলাবারুদ থাকতে পারে।এরই পরিপ্রেক্ষিতেই তৃতীয়বারে মত এই অভিযান চালানো হয়।অভিযানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় গান পাউডার উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবদুস সালাম বলেন, পাহাড়ি ‘লুকি টিলার’ ৩ বাসিন্দা এসব জঙ্গিদের পাহাড়ি এলাকায় আনা-নেওয়ার কাজ করতো। তাদের নামও সংগ্রহ করেছে সিটিটিসি ইউনিট।
কুলাউড়া থানার এস আই আমির উদ্দিন বলেন, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট,সোয়াট,মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুলাউড়া থানার পুলিশ আজ মঙ্গলবার এ অভিযান শুরু করে।তবে আজকের অভিযানে কোনো জঙ্গি পাওয়া যায়নি।