অপরাধ-আইন-আদালত

কিসের আইন?কিসের বিচার?পুলিশ হচ্ছে গ্যাং লিডার!!

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ১০:৩৪:০১ প্রিন্ট সংস্করণ

কয

নিজস্ব প্রতিবেদক☆☆পুলিশ-অপরাধীরা এক সুতেগাঁথা?!কথা আছে,আকাশে আছে,যত তারা,পুলিশের আছে,তত ধারা!কিসের আইন?কিসের বিচার?পুলিশ হচ্ছে গ্যাং লিডার!!ওরে মোর খোদা!মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল,এসআই খলিলের এতো ক্ষমতা?!!

আঃ রাজ্জাক শেখ

নারী-শিশু নির্যাতন অপরাধ দমন আইন,হাইকোর্ট,স্বরাষ্ট্রমন্ত্রী,আইজিপি,ডিআইজি,এসপির নিদের্শনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ঘর থেকে ডেকে নিয়ে প্রকাশ্য দিনদুপুরে ধর্ষন চেষ্টায় পরনের সেলোয়ার-কামিজ ছিঁড়ে বুকে-ঘাঁড়ে,কামড়িয়ে ক্ষত-বিক্ষত করার ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ|ভিকটিমকে উদ্ধার না করে লম্পট আঃ মন্নান শেখ পিতা সেকান্দার শেখ এর সাথে পুলিশের আপোষ শর্তে ৫লাখ টাকার ঘুষ বানিজ্যে রফা!!

এঘটনায় ভিকটিমের পিতা মোঃ মোকতার খান অপহরন পূর্বক ধর্ষন চেষ্টার শারীরিক জখম ও ঘটনা ধামাচাপা দিতে ভিকটিম ও তার মাসহ ৩জনকে তুলে নিয়ে ৩দিন আটকিয়ে রেখে কথিত বিচারের নামে ঘটনা ধামাচাপার অভিযোগে ১০জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আইনগত ব্যবস্হা নেয়নি|বাদী-স্বাক্ষী ও ভিকটিমের পরিবার পালিয়ে বেড়াচ্ছেন¡

মোঃ হাসান জোমাদ্দার


মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়।তারা হলেন,শ্রীপুর গ্রামের মৃত সেকান্দার আলী শেখের ছেলে আঃ মন্নান শেখ(৬০ ও তার পুত্র রাজ্জাক শেখ(৩৫)ডালিম শেখ(৩০),হারুন শেখ(২৪)চরফেনুয়া গ্রামের কাজী আঃ রশীদের ছেলে শ্রীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল(৫৫),মোঃ মোসলেম জোমাদ্দারের পুত্র হাসান জোমাদ্দার(৩২),বেল্লাল জোমাদ্দারের ছেলে হোসেন জোমাদ্দার(৩০),বাহেরচর গ্রামের মোঃ রত্তন রাড়ীর পুত্র জসিম রাড়ী(৪০),মৃত হাসন আলী মোল্লার ছেলে রাসেদ মোল্লা(৩৫),জীবন মোল্লার ছেলে মাইদুল মোল্লা(২৪)সহ আরো অজ্ঞাতনামা ৮জন।

মোঃ হোসেন জোমাদ্দার

অভিযুক্ত আঃ মন্নান শেখ সাংবাদিকদের জানান,আমাকে রাজনৈতিকভাবে নাজেহাল করতে স্হানীয় চেয়ারম্যান মোঃ হারুন মোল্লা ঘটনাটি সাঁজিয়েছে|ঘটনা সত্য নয়|এটা সমাধান হয়ে গেছে|

এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের বলেন,ভিকটিম সহ তার মা ফাহিমা আমার বাড়িতে এসে অভিযোগ করছে|ভিডিও রেকর্ড আছে|তবে পুলিশের কোন কর্মমকর্তা কথা বলতে রাজি হননি|

মোঃ হাসন মোল্লার ছেলে রাসেদ মোল্লা ৯নং আসামী

এবিষয়ে বরিশাল রেঞ্জ’র ডিআইজি এসএম আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান,এসপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা কথা জানাইছি|মেহেন্দিগঞ্জ থানার ওসি অবগত আছে|অভিযুক্ত ধরতে পুলিশ কাজ করছে|অভিযুক্ত পুলিশকে প্রত্যাহার করা হয়েছে|

আরও খবর

Sponsered content