বিনোদন

কারও সঙ্গে সম্পর্কে আছে শুনলে কাজ থেকে বাদ -মাহিমা

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৫:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক রিপোর্ট।।একসময় বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইতো বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিমা চৌধুরী। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মাহিমা বলেন, ‘আমি মনে করি, এখন ইন্ডাস্ট্রিতে নারীদের একটা জায়গা আছে। অভিনেত্রীরা ভালো পারিশ্রমিক পান, অনুমোদন পান। সম্মান পান। তাদের অবস্থান আগের চেয়ে অনেক মজবুত। কিন্তু এর আগের গল্পটা এত মসৃণ ছিল না।’

এরপরই মহিমা বলেন, ‘তখন কেউ কারও সঙ্গে সম্পর্কে আছে শুনলে কাজ থেকে বাদ পড়ে যাওয়ার ভয় ছিল। বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইতো। যারা কোনো দিন পুরুষের সাহচর্যে আসেনি, কাউকে চুমু খায়নি। আর যদি বিবাহিত হয়ে থাকেন, তবে ভুলে যান। ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে গিয়েছে।’ ১৯৯৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘পারদেশ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন মাহিমা। পরে ক্যান্সার আক্রান্ত হয়ে থেমে যায় তার ক্যারিয়ার। তবে ক্যান্সার জয় করে সবে কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

আরও খবর

Sponsered content