প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ১২:৪৫:২০ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট।।ফরিদপুরে অস্ত্র নিয়ে মহাসড়কে মহড়া দিয়ে জনমনে ভয়-ভীতি সৃষ্টি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামী করে সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এ এফ এম আসলাম (২৮)।
ওই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামী হলেন-কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির (২৪), একই ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের নাজমুল (২৪), পাশের কৃষ্ণনগর ইউনিয়নের ভোলাবাজ গ্রামের মো. সাগর ব্যাপারী (২৫), একই গ্রামের মো. রাকিব খান (২২) ও ভাটি কানাইপুর গ্রামের তুষার (২৩)। বেলা দুইটার দিকে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।