প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ১:৪৬:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-খুলনা কয়রায় সাংবাদিক আশিকুর রহমান আশিক ও তার মা নির্বাচিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন বেধড়ক মারপিট ও হামলার শিকার হয়েছেন।
ঘটনাটি কয়রার বুড়িগোয়ালিনী নামক এলাকায় ঘটেছে। জানাগেছে হামলার শিকার হয়ে গুরুতর আহত সাংবাদিক ও ইউপি সদস্য বর্তমানে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ রবিবার বেলা আনুঃ ১১:০০ ঘটিকার সময়ে নীলডুমুর খেয়াঘাটে গাবুরা ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা ফরিদা পারভীন ও তার ছেলে সাংবাদিক আশিকুর রহমান এবং মোটর সাইকেল ড্রাইভারের সাথে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধভাবে হামলা ঘটিয়েছে।
হামলার ঘটনায় অত্র বুড়িগোয়ালিনী এলাকার আব্দুর রশিদ গাজীর ছেলে বাপ্পী (২২)ও গোলাম হাবিব(২৮)একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মনিরুল(১৮) জহিরুল ( ৩০) পিতা জহর আলী সহ ৮/১০ জন মিলে ব্যাপক মারপিট করেছে বলে ভুক্তভোগী সহ এলাকাবাসী জানায়।
গুরুতর হামলায় ইউপি সদস্য ফরিদা পারভীনের অবস্থা আশংকাজনক হওয়ায় এ বিষয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।