প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস শুরু থেকে হাই-বাজেটের ফোন তৈরি করে থাকে। ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে এবার কমদামি ফোন বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ফোনটির মডেল ওয়ানপ্লাস নর্ড এন ২০ এসই। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ফোনটির বাজার মূল্য হবে ১৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,১৬৩ টাকা।
nord n 20 se 1
ওয়ানপ্লাস নর্ড এন ২০ এসই
ওয়ানপ্লাস নর্ড এন ২০ এসই ফোনে থাকবে ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ১৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন ৭২০ বাই ১৬৭৬ পিক্সেল। মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ অক্টাকোর চিপসেটের ব্যবহার থাকবে ফোনটিতে।
ফোরজি ভ্যারিয়েন্টের ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
nord n 20 se 1
ওয়ানপ্লাস নর্ড এন ২০ এসই
ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ থাকছে ওয়ানপ্লাসের নতুন এই ফোনে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচডিআর, প্যানোরামা, পোরট্রেইট, ওআইএস, ইআইএস, টাইমলেপস এবং সুপার স্লো মোশনের সুবিধা।
৫০০০ এমএএইচ ব্যাটারির ওয়ানপ্লাসের নতুন এই ফোনে থাকবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আগামী মাসেই বাজারে আসবে ফোনটি।