প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ৪:২৪:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-এমপি মমতাজ বেগম ও তার সাথে জুয়েল নামের ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় রুমের ভেতর দেখে ফেলে মমতাজের তিন নাম্বার স্বামী মঈন। এরপর থেকে তাদের মাঝে শুধু হয় সংসার ভাঙার খেলা, তারই যের ধরে গত ৩ দিন আগে মমতাজ এমপি পালিত লোকদ্বাড়ায় স্বামী ডা. মঈনকে গণধোলাই ও গাড়ি ভাংচুর করে সিংগাইর থেকে বিতারিত করার চেষ্টায় এমপি মমতাজ।
এদিকে মারধরের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ডা. মঈন। বিষয়টি তদন্ত করেছেন সিংগাইর থানার এসআই কামরুল।