প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৪:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি।।আব্দুল মান্নন আমাদের মাঝে আর নেই—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।পারিবারিক কবরস্থান পরিস্কার করার সময় কয়েকটা ভিমরুলে তাকে কামড় দেয়।এসময় সে বুকে ব্যাথা অনুভব করে। ডাক্তার আসার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।আজ আছরবাদ উদয়ন সংঘের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কলেজিয়েট স্কুলের নতুন ভবনে তার নাম করণে একটি শ্রেণী কক্ষ করার ঘোষনা দিয়েছেন প্রতিষ্ঠানের দাতা সদস্য,সাবেক সভাপতি ও লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান তুহিন।এ সময় উপস্থিত ছিলেন,কলেজ অধ্যাক্ষ, জিএম ইকরামুল ইসলাম,এ্যাড,আবুল কালাম আজাদ,৮৮ বন্ধু আফরা আক্তার নাজলীন,জিএম মিজানুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী।আনোয়ার হোসেন, দীনার সানা,ও সালামুন হোসেন।