প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১২:৪১:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সোমবার থেকে ফের নতুন করে শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে।গত কয়েক দিন ধরে যে শীতের বিদায়ের যে গুনগুন শোনা যাচ্ছিল তাতে উলটপুরান হবে বলেই জানাল আবহাওয়া দফতর চোখ রাঙিয়ে শীতের দাপটই বহাল থাকবে আরও কিছুদিন। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস জানুয়ারিতেই বিদায় নিচ্ছেনা শীত।
কী জানা যাচ্ছে? সোমবার থেকে রাজধানী ও আশেপাশের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ শুরু হতে চলেছে,যা আগামী তিনদিন,অর্থাৎ বুধবার অবধি এই জারি থাকবে বলে জানা যাচ্ছে।
যেখানে বিগত কিছুদিন ধরে শীতের বিদায় নেওয়ার যে পূর্বাভাস পাওয়া যাছিল,সেই সবটাই ভূল প্রমান করে আবারও আধিপত্য কায়েম করতে চলেছে শীত,আবহাওয়া দফতর সূত্রে এমনটাই পূর্বাভাস।