প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৫ , ৪:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারে নেমেছে।এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার আমদানি বিল পরিশোধ করা হয়।এর আগে বুধবার (৮ জানুয়ারি) রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
এর পরই আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নামে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়,আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২ হাজার ৪৯০ কোটি ডলারে নেমে এসেছে।এর আগে বুধবার বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৫৭ কোটি ডলার।আর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২ হাজার ১৬৭ কোটি ডলার।
প্রসঙ্গত,আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা।এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।