বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ

Nokia G21 ব্যবহারকারীরা খুব শীঘ্রই Android 12 পেয়ে যাবেন

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ২:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।যে সব স্মার্টফোন Android 12 পাওয়ার যোগ্য, সেগুলিতে রোলআউট করে এখন Android 13 এর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে নির্মাতারা‌। কয়েকটি ডিভাইসে বিটা আপডেট ইতিমধ্যেই রোলআউট হয়েছে। আবার এখনও কয়েকটি হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণ রিলিজের খবর পাওয়া যাচ্ছে। যেমন Nokia-র বাজেট স্মার্টফোন G21।

নোকিয়া তাদের Nokia G21 মডেলের ডিভাইসে Android 12 রিলিজ করেছে বলে একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে। আপডেটটি মূলত Unisoc T606 প্রসেসর থাকার কারণে দিতে বিলম্ব হয়েছে বলে দাবি করা হয়েছে‌। এটি মূলত এই মুহূর্তে জার্মানিতে ছাড়া হয়েছে। যা V2420 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে। আপডেটের সাইজ ২.০৩ জিবি।

অন্যান্য দেশেও Nokia G21 ব্যবহারকারীরা খুব শীঘ্রই Android 12 পেয়ে যাবেন বলে আশা করা যায়। স্মার্টফোনটিতে নয়া সফটওয়্যার আপডেটটি সেপ্টেম্বর সিকিউরিটি প্যাচের সাথে আসছে। নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন ইউজার ইন্টারফেস, অ্যানিমেশন৷ উল্লেখ্য, Nokia G21 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা, ৩ জিবি/ ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০৫০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

আরও খবর

Sponsered content