অপরাধ-আইন-আদালত

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মিঠু গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ১:৪১:২৭ প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি।।বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানায়।

বিস্ফোরক আইনে ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার মাহফুজুল আলম মিঠুকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মিঠুর গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।

বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠু কারাবন্দি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে স্বাক্ষাৎ করতে ঢাকার জেলা জজ আদালত চত্ত্বরে যান। সেখান থেকে মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনের মামলায় চালান দেওয়া হয়েছে।’

এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দাবি করেছে,বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠুকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে বরিশাল মহানগরের একাধিক থানায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ৮-১০টি মামলা রয়েছে।

আরও খবর

শ্রীপুর ইউনিয়নে ইউপি সদস্যকে শারীরিক হামলা ও চাঁদাবাজির অভিযোগ: চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দাবি

শ্রীপুর ইউনিয়নে ইউপি সদস্যকে শারীরিক হামলা ও চাঁদাবাজির অভিযোগ: চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দাবি

বরিশালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের অমানুষিক নির্যাতনে শিকার সাংবাদিক রিপন রানা-তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশ কমিশনারের

প্রক্সির মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী ভর্তি হতে এসে গ্রেপ্তার

খাস জমিতে গাছ কাঁটায় বাঁধা দিতে গেলে বৃদ্ধ মহিলাকে গাছের সাথে বেঁধে রেখে মারধর

গুলশান থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা-দায়িত্বে অবহেলা করায় এসআই ও কনস্টেবলকে সাসপেন্ড

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র

Sponsered content