প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:০৩:৪৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ মোতাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুবিধার্থে দেশের সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে,সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী,রেজিস্ট্রার,ডেপুটি রেজিস্ট্রার,
সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-স্টাফদের অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে।
সুপ্রীম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্প্রচার করার অনুরোধও করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ও আপীল বিভাগ), বিজ্ঞপ্তি নং- ২৯, ২৭ জানুয়ারি ২০২৬।

















