প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫৩:২১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মিন্টো রোডে সচিবদের জন্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলোর সুযোগ–সুবিধা বিলাসবহুল হোটেলকেও হার মানায় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।তিনি বলেন,সরকারের এ ধরনের ব্যয়ের জন্য কে জবাবদিহি করবে—সে আলোচনা অনুপস্থিত।খরচের সঠিক ব্যবস্থাপনা ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না।

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
হোসেন জিল্লুর রহমান বলেন,সরকারি কর্মকর্তাদের বড় পরিসরে বেতন বাড়ানো হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বা রাষ্ট্রীয় ব্যয়ের কার্যকারিতা কতটা বেড়েছে—তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।অপচয়মূলক প্রকল্প ও পরিচালন ব্যয় নিয়ে কার্যকর আলোচনা এবং জবাবদিহির ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রীয় কাঠামোর অদক্ষতার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে অর্থায়ন সংকট,সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং ক্ষমতাবানদের অহমিকা প্রদর্শনের প্রকল্প রাষ্ট্রীয় চিন্তার মধ্যে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। অনেক আইসিটি পার্ক এখন ব্যবহার না হওয়ায় কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিতে হচ্ছে,যা ব্যর্থ পরিকল্পনার দৃষ্টান্ত।
নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।তিনি বলেন,সরকার ইতিহাসের সেরা নির্বাচনের কথা বললেও বাস্তবে তা ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে।নির্বাচনের আগে সরকার যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে,সেগুলো সাধারণত রাজনৈতিক সরকারের নেওয়ার বিষয়—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন,দুর্নীতি কমেছে—এমন দাবি এখনো কোনো গবেষণায় প্রমাণিত হয়নি।মানুষ আর প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান কাজ দেখতে চায়।দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। আলোচনায় অংশ নেন র্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক,বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

















