প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতভাবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।তিনি বলেন,নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে,যা “প্রপাগান্ডা” ছাড়া কিছু নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান,আইনগত কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না,তবে তাদের ছাড়া নির্বাচনও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।
নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে রিজওয়ানা হাসান বলেন,সরকার পরিবর্তন ও সংস্কারের পক্ষে অবস্থান নিতে পারে,যা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে না।এছাড়া,যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত বিষয়ে সরকারের নজর রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমাধানের জন্য কাজ শুরু করেছে।

















