জাতীয়

গুজব স্বপ্ন নয়,উন্নয়ন চাই বাস্তব প্রমাণ

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৮:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

গুজব স্বপ্ন নয়,উন্নয়ন চাই বাস্তব প্রমাণ

ডেস্ক রিপোর্ট।।গুজব ও আবেগনির্ভর স্বপ্ন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়—এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো বাজেট বরাদ্দ,প্রকল্প অনুমোদন ও সময়মতো বাস্তবায়নের সক্ষমতা।তাঁদের মতে, ব্যক্তিগত খ্যাতি বা আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রীয় উন্নয়ন বাস্তবায়নের নিশ্চয়তা দেয় না।

সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা প্রত্যাশা ও গুজব ছড়ালেও এ পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন কোনো প্রশাসন থেকে একশ কোটি টাকার একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প শুরু করে শেষ করার দৃষ্টান্ত জনসমক্ষে উপস্থাপিত হয়নি।সংশ্লিষ্টরা বলছেন,এনজিও বা ব্যক্তিগত পর্যায়ের কাজ আর রাষ্ট্রীয় মেগা প্রকল্প পরিচালনা এক বিষয় নয়।

অন্যদিকে আওয়ামী লীগ সরকার আমলে অবকাঠামো ও সেবাখাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের তথ্য সরকারি নথি ও দৃশ্যমান অবকাঠামোতেই রয়েছে।পদ্মা সেতু,মেট্রোরেল, কর্ণফুলী টানেল,বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে প্রায় ১৭ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর তথ্যে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে,উন্নয়ন নিয়ে বিতর্ক হতে পারে—দুর্নীতি, ব্যয় বা অগ্রাধিকার প্রশ্নে সমালোচনাও থাকতে পারে।তবে ‘উন্নয়ন হয়নি’—এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।জনগণ এখন বক্তব্য নয়,দৃশ্যমান দৃষ্টান্ত দেখতে চায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য,সামনে যে কোনো প্রশাসনের জন্যই চ্যালেঞ্জ হবে গুজব ও আবেগের রাজনীতি পেরিয়ে বাস্তবভিত্তিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।রাষ্ট্র পরিচালনায় স্বপ্নের চেয়ে প্রয়োজন পরিকল্পনা,দক্ষতা এবং জবাবদিহি।

আরও খবর

Sponsered content