প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৪:১৬:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বগুড়ার সাবেক অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলম,তার স্ত্রী শাহাজাদী আলম লিপি এবং তিন বোনের বিরুদ্ধে প্রায় ৬১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জানুয়ারি) দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
দুদকের তথ্যানুযায়ী,প্রথম মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম ও তার তিন বোন—আজিজা সুলতানা,আরেফা সালমা ও শিরিন শবনমকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়,হামিদুল আলম ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের সদস্যদের নামে ৬১ কোটি টাকার বেশি আয়বহির্ভূত সম্পদ অর্জন ও গোপন করেছেন।এর মধ্যে তার নিজের নামে অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৮ কোটি ৯৪ লাখ টাকা।
দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী শাহাজাদী আলম লিপিকে।অভিযোগ অনুযায়ী, তিনি ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ১৯ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।এছাড়া স্বামীর সহায়তায় প্রায় ৪ কোটি টাকার সম্পদ হস্তান্তরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল জানান,মামলাগুলোর তদন্ত কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
উল্লেখ্য,২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সময় সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম নির্বাচনী প্রচারণায় অংশ নেন।পরবর্তীতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

















