প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৮:০১:১৬ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে এক পথচারীকে সিএনজিচালিত অটোরিকশায় জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীকে হঠাৎ করে একটি সিএনজিতে উঠিয়ে নেওয়া হয়।ওই সময় তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন।ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আলোচনা করেন এবং উদ্বেগ প্রকাশ করেন।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,মসজিদের সিসিটিভি ক্যামেরার দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের ফুটেজ পর্যালোচনা করলে ঘটনার প্রমাণ মিলতে পারে। সংশ্লিষ্ট ফুটেজ সংরক্ষিত আছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়,তারা ঘটনার কথা শুনেছেন।বিষয়টি তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।















