প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১:৩২:১৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার আনছারী পরিবারের নিরাপত্তা বিঘ্নের অভিযোগ; পুলিশ তদন্তে

বাঁশখালী,(চট্টগ্রাম)প্রতিনিধি।।বাঁশখালী থানায় নুরুল আবছার আনছারী (৫১) পৈত্রিক সম্পত্তি দখল ও হুমকির অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি নং-৩৮২, তারিখ-০৭/০১/২০২৬) দায়ের করেছেন।
বাদী জানান,তিনি দীর্ঘদিন ধরে বিবাদী ১। শেখ দিদারুল আলম (৫৬),২। শেখ মোহাম্মদ ফারুক উদ্দিন এবং তাদের অজ্ঞাতনামা সহযোগীদের দ্বারা তার পৈত্রিক সম্পত্তি ও বসতঘর “আনছারী মঞ্জিল” দখলের চেষ্টা ও শারীরিক হুমকির শিকার হচ্ছেন।
তিনি উল্লেখ করেছেন,সর্বশেষ ০৪/০১/২০২৬ তারিখ সকাল ১টায় ১নং বিবাদী তার বসতঘরের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এবং তাকে,তার পরিবারের সদস্যদের হত্যা বা বসতঘরের ব্যাপক ক্ষতি করার হুমকি দিয়েছেন। বাদী পরিবার ও আত্মীয়স্বজনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়বাঁশখালী থানার ডায়রী নং ৩৮২/২৬ অনুযায়ী,১নং ও ২নং বিবাদীর নেতৃত্বে অজ্ঞাতনামা লোকজন ০৬/০১/২০২৬ তারিখে বাদীর বসতঘরের বাউন্ডারির মধ্যে অনধিকার প্রবেশ করে মাটিতে ক্ষতি সাধনের চেষ্টা করেছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ জানান, “জিডি প্রাপ্তির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত প্রক্রিয়া চলছে, যাতে সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মনিটর করছে এবং সংঘটিত ঘটনা তদন্তের আওতায় আনা হচ্ছে।
যোগাযোগ:
বাদী নুরুল আবছার আনছারী, মোবাইল-০১৮১৯১০৭৭৩০













