ইসলাম ও জীবন

২০ বছরের অধ্যবসায়: ৭০ বছর বয়সে হাফেজ হলেন সৌদি নারী

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৪:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

২০ বছরের অধ্যবসায়: ৭০ বছর বয়সে হাফেজ হলেন সৌদি নারী

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আলহামদুলিল্লাহ—অদম্য ইচ্ছাশক্তি ও ঈমানি দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের সত্তরোর্ধ্ব নারী হামদাহ বিনতে আহমাদ সাআদ আল-গামদি।দীর্ঘ ২০ বছরের নিরলস প্রচেষ্টার পর ৭০ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে হাফেজে কোরআন হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন।

বার্ধক্য,শারীরিক সীমাবদ্ধতা কিংবা সময়ের অভাব—কোনো কিছুই তাঁর সংকল্পকে টলাতে পারেনি। নিয়মিত অধ্যয়ন,ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ ভরসার মাধ্যমেই তিনি এই মহৎ অর্জনে পৌঁছান।

হামদাহ বিনতে আহমাদ আল-গামদির এই সাফল্য প্রমাণ করে—ইচ্ছা ও অধ্যবসায় থাকলে বয়স কখনোই ইবাদত ও জ্ঞানের পথে বাধা হতে পারে না।তাঁর এই অর্জন বিশ্বজুড়ে মুসলিম নারী-পুরুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

হাফেজা হামদাহর জন্য দোয়া—আল্লাহ তায়ালা যেন তাঁর এই ইলমকে কবুল করেন এবং উম্মাহর জন্য বরকতের কারণ বানান।

আরও খবর

Sponsered content