সারাদেশ

বরিশালের মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান: ৫৭টি ড্রেজার ও ২০ জন আটক

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ

বরিশালের মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান: ৫৭টি ড্রেজার ও ২০ জন আটক

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার,১টি স্টিল বডি ট্রলার এবং ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত হিজলা,ইলিশা ও কালীগঞ্জের কোস্টগার্ড স্টেশন যৌথভাবে সওড়া সৈয়দখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার জব্দ করা হয়।

অতিরিক্ত তদন্তে জব্দকৃত স্টিল বডি ট্রলারে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়া ড্রেজার মালিকদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান,প্রতিদিন নদীতে ১৫০–২০০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়,যার ফলে ফসলি জমি ও নদী তীরবর্তী আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।কোস্টগার্ডের এই অভিযানের মাধ্যমে এলাকার মানুষ স্বস্তি পেয়েছে।

হিজলা থানার তদন্ত কর্মকর্তা এস আই শামীম জানান, আটককৃত ২০ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও,১৫০ অজ্ঞাত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ড বলেছে,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং বালুখেকোদের দমন করার জন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content