প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৯:২৮:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী,প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।পাশাপাশি বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া বুধবার দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়,খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে শোক বই খোলা হবে।
উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভা শেষে তিনিও জানান,বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাকে শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।রাষ্ট্রীয়ভাবে মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি চলছে।

















