জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: দুঃখ প্রকাশ সাখাওয়াত হোসেনের

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:১৮:০৯ প্রিন্ট সংস্করণ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: দুঃখ প্রকাশ সাখাওয়াত হোসেনের

নিজস্ব প্রতিবেদক।।প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।তিনি বলেন,বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের সংবেদনশীল পর্যায়ে রয়েছে,যেখানে বিভিন্ন পক্ষের নানা ধরনের এজেন্ডা সক্রিয় রয়েছে।

রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা,ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ভবনটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন ভবনটি ঘুরে দেখেন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানান।

তিনি বলেন, ‘এখন সামনে নির্বাচন।এই নির্বাচনকে নষ্ট করার একটি চক্রান্ত আছে।কিছু মানুষ গন্ডগোল পাকানোর এজেন্ডা নিয়ে কাজ করছে।তারপরও সরকার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে।’

এত বড় ঘটনার মাত্র একদিন পরই প্রথম আলো তাদের ছাপা পত্রিকা প্রকাশ এবং অনলাইন কার্যক্রম চালু করতে পারাকে প্রতিষ্ঠানটির দৃঢ়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেন সাখাওয়াত হোসেন।তিনি বলেন,এটা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে,সে বিষয়ে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে।’

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন,‘একটি দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে মিডিয়ার বড় ভূমিকা রয়েছে।আমি গণমাধ্যমকে সরকারের চোখ বলে মনে করি।তবে গণমাধ্যমকে যেন ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়,সেদিকেও খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন,দেশ বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের ‘অন্ধকার সময়’ পার করে এখন গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে।এ প্রেক্ষাপটে প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনা থেকে রাজনৈতিক দলগুলোরও শিক্ষা নেওয়া উচিত।

সাখাওয়াত হোসেন বলেন,‘বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় খুব বেশি নয়।সামনে রাজনৈতিক সরকার আসবে।গণমাধ্যম কারও পক্ষে গেল কি বিপক্ষে গেল—এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে সবাইকে দেশ এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

আরও খবর

Sponsered content