প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ১:২৪:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।শহীদ ওসমান হাদীর জানাজায় উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আলোচনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফি সাহেব।

তিনি বলেন,“রাজনৈতিক ব্যস্ততার কারণে ওসমান হাদীর জানাজায় জুতা খুলতে সময় পাইনি।” তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।অনেকেই জানাজা নামাজে ধর্মীয় শিষ্টাচার ও সম্মান রক্ষার বিষয়টি তুলে ধরে সমালোচনা করেন,আবার কেউ কেউ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে দেখার আহ্বান জানান।
স্থানীয় সূত্র জানায়,জানাজার সময় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও সার্বিক বিশৃঙ্খলার মধ্যেই ঘটনাটি ঘটে।তবে বক্তব্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবেদনশীল ধর্মীয় ও সামাজিক ইস্যুতে দায়িত্বশীল বক্তব্য ও আচরণ রাজনৈতিক নেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য,শহীদ ওসমান হাদীর জানাজায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাকে শেষ বিদায় জানানো হয় গভীর শ্রদ্ধার সঙ্গে।
















