প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৬:৪১:৫৯ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।একই সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে তল্লাশি।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনাকে কেন্দ্র করে কোনো অপরাধী যেন দেশ ছেড়ে পালাতে না পারে,সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার রাত থেকেই এসব সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান,সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।অবৈধভাবে কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে,সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন কোনো সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করতে না পারে,সে জন্য নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

















