জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ আছে-জাহাঙ্গীর আলম চৌধুরী

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৪২:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন-ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ আছে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিক প্রশ্ন রাখেন,জাতীয় পার্টিকে ভোটের মাঠে নামতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে,ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড কি নিশ্চিত করা হবে?

জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,পুরো মাঠ তো তারাই (রাজনৈতিক দল) গরম করে রেখেছে।সবাই আছে,কে কী বলে তাতো না।

“এখন অনেকেই আছে ঘর থেকে বের হতে চায় না; ঠান্ডা লাগবে বলে,সর্দি কাশি হবে।তাদেরকে আমরা না করছি নাকি?”

তিনি বলেন,তাদের (জাপার) কার্যালয় নিয়ে তাদেরই ঝামেলা রয়েছে।”২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি নিষিদ্ধ হয়।একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি করছে গণঅধিকার পরিষদ,জামায়াতসহ কয়েকটি দল।হামলা-মামলার ভয়ে কার্যত নিষ্ক্রিয় রয়েছে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের প্রস্তুতি আমাদের খুবই ভালো,সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।আমরা সিদ্ধান্ত নিয়েছি— যেসব জায়গায় প্রশিক্ষণ হচ্ছে, সেখানে যাব এবং মান কীরকম হচ্ছে,সেটা দেখার জন্য।”

সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণই যথেষ্ট,এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “সুষ্ঠু,গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার,সবকিছু নেওয়া হচ্ছে।সবকিছু প্রস্তুতির জন্য একটা প্রশিক্ষণ দরকার পড়ে।”

আগামী জানুয়ারির মধ্যে সব বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে বলে জানান তিনি।

সব ভোটকেন্দ্রে যাতে বিদ্যুতের ব্যবস্থা থাকে তা নিশ্চিতে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার ভোট সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, আগে হতো ৮টা থেকে ৪টা পর্যন্ত।সূর্যের আলো সরে গেল…আমাদের ভোট গণনা করতে হবে,এ কারণে বৈদ্যুতিক ব্যবস্থা যেন অব্যাহত থাকে,সেবিষয়গুলি আলোচনা হয়েছে।”

রংপুরের তারাগঞ্জে রোববার সকালে একজন বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলাকাটা লাশ উদ্ধার হয়।

এ ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমার কাছে যদি কোনো ম্যাজিক থাকতো বা সুইচ লাইট অন-অফের মতো থাকতো; তাহলে আমি করে দিতাম লাইট অফ,এখন আর কোনো কিলিং-টিলিং হবে না।আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই।”

গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও খবর

Sponsered content