জাতীয়

উপহারের সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিয়েছেন-জ্বালানি উপদেষ্টা

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৫:৩১:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি শনিবার (১ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছিলেন।উপহারের সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রদূতের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়।রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে উপহার পাওয়া নৌকাটি নিয়ে করণীয় জানতে চান উপদেষ্টা।পরে বিকেলে আরেক পোস্টে তিনি জানান, উপহারটি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন।

ফাওজুল কবির খান লিখেছেন,গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠানো হয়েছে।তোষাখানা কর্তৃপক্ষ প্রাপ্তি স্বীকারপত্র দিয়েছে।আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।’

আরও খবর

Sponsered content