লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

অন্য কাউকে বিয়ে করার চাইতে বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করা ভালো

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ১২:৫৭:০৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বিয়ের জন্য আপনার বেস্ট ফ্রেন্ড একদম পারফেক্ট। কারণ, সে আপনার সবকিছু জানে। আপনাকে বুঝার মতো এরচেয়ে ভালো কেউ নেই। যার কাছে আপনি নিজের ভালো মন্দ সবকিছু ভেঙে ছুঁড়ে উপস্থাপন করেছেন।

আপনার বন্ধু বা বান্ধবী আপনার সম্পর্কে সবকিছু জানে। আপনার মন খারাপে কি করতে হবে? আপনাকে হাসাতে হলে কি করতে হবে? আপনার কি খেতে পছন্দ? সবকিছু।

যদি একটা মানুষ আপনার ভালো মন্দ সব দিকগুলোতে অবগত থাকে। তবে, সেই মানুষটার সাথে সাংসারিক জীবন আপনার সুখের হবে। কারণ, সে জানবে আপনার কখন কি লাগবে? যখন মনের মধ্যে চিন্তা বা চাহিদা আনার আগেই পেয়ে যাবেন । তখন ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না আপনাদের মাঝে।

বছরের পর বছর বেস্ট ফ্রেন্ডের সাথে নিজের সবকিছু শেয়ার করে। তারপর অন্য কাউকে বিয়ে করার চাইতে বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করা ভালো। অন্তত আপনার তার পিছে খরচ করা সময়টা বিফলে গেলো না!

হুট করে অন্য কোথাও বিয়ে করে এডজাস্ট হতেও পারেন নাও হতে পারেন। কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড। তার সাথে তো আপনার সবকিছু এডজাস্ট করা সেই শুরু থেকেই। তাই বিয়ে করলে বেস্ট ফ্রেন্ডকেই করুন। ঠকে যাওয়ার কোনো চান্স নেই।

আরও খবর

Sponsered content