প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ৫:২৪:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।তিন জেলা জজ ও জেলা দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ বিচারকদের বদলি করে বৃহস্পতিবার (১৯ জুন) আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকার জেলা জজ মো. হেলাল উদ্দিনকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।
গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নিয়োগ পেয়েছেন জয়পুরহাট জেলা জজ মো. মজিবুর রহমান।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামালকে বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে।
















