রাজনীতি

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাংলাদেশে ফিরতে কোনো বাধা নেই

  প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৫:৩৩:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভারতে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাংলাদেশে ফিরতে কোনো বাধা নেই। ভারতের এক আদালতে এ রায় হয়েছে।

এ ব্যাপারে সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানিয়েছেন, ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ তার দেশে ফেরার বিষয়ে আগের রায় বহাল রেখেছেন।দেশে ফিরতে তার কোনো বাধা নেই।শিগগিরই তিনি দেশে ফিরতে চান।তবে বাকিটা আইনি প্রক্রিয়া ও দেশটির সরকারের ওপর নির্ভর করছে বলেও জানান সালাহউদ্দিন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে।এরপর তাকে সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই শিলং নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

তিন বছর পর ২০১৮ সালের ২৬ অক্টোবর মামলার রায় দেন শিলং নিম্ন আদালত।রায়ে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ।কিন্তু ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।এর ফলে তিনি আর দেশে ফিরতে পারেননি।

দীর্ঘ ৪ বছর পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নিম্ন আদালতের ওই রায় বহাল রেখে নতুন রায় দেন শিলং জজ আদালত। সেই সঙ্গে ভারত সরকারকে দ্রুত সময়ের মধ্যে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content